Site icon Jamuna Television

খুলনায় যুবককে গুলি করে হত্যা

ছবি: সংগৃহীত

খুলনা নগরীর ময়লাপোতা মোড়ের আহছানউল্লাহ কলেজের সামনে শেখ সাদেকুর রহমান রানা ওরফে বিহারী রানা (৩৫) নামে এক যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় জাহিদুর রহমান পলাশ শেখ নামে আরও এক যুবক আহত হয়েছে।

মঙ্গলবার (২৩ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে এই ঘটনা ঘটে। নিহত রানার গলায়, পেটে ও কানের নিচে তিনটি গুলি লাগে। আর পলাশের পায়ে একটি গুলি লাগে।

নিহত রানা সোনাডাঙ্গা থানার দেবেন বাবু রোডের শেখ মোহাম্মদ ইসলামের ছেলে। এ সময় তার সাথে থাকা ময়লাপোতা এলাকার মহারাজ শেখের ছেলে পলাশ আহত হয়।

স্থানীয়রা জানায়, সন্ধ্যায় ময়লাপোতা মোড়ে রানাসহ কয়েকজন চা পান করছিল। এ সময় দুবৃর্ত্তকারীরা রানাকে উদ্দেশ্য করে গুলি করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরবর্তীতে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।

পুলিশের বরাতে জানা গেছে, রানার বিরুদ্ধে রাজধানীর কেরানীগঞ্জে হত্যা মামলাসহ বিভিন্ন থানায় ১৬টির মতো মামলা রয়েছে। কিছুদিন আগেই সে জেল থেকে ছাড়া পেয়েছে।

/এমএইচ

Exit mobile version