Site icon Jamuna Television

হাসপাতালে থেকে বাসায় সাইফ

সাইফ আলি খান ও কারিনা কাপুর খান। ছবি: হিন্দুস্তান টাইমস।

হাতে ব্যথা পেয়ে হাসপাতালে ভর্তি জনপ্রিয় বলিউড অভিনেতা সাইফ আলি খান। মুম্বইয়ের কোকিলাবেন হাসপাতালে দু’দিন আগে তাকে ভর্তি করা হয়। তবে ট্রাইসেপ সার্জারি থেকে সুস্থ হয়ে আজ বাড়ি ফিরছেন তিনি। বুধবার (২৪ জানুয়ারি) এক প্রতিবেদনে ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অব ইন্ডিয়া এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, কাঁধে চিড় ধরা পড়েছে এই অভিনেতার। সেই সাথে হাঁটুতেও ব্যথা পেয়েছেন এই নবাবপুত্র। তবে কীভাবে ব্যথা পেয়েছেন তা জানা যায়নি। হাসপাতালে সাইফ আলি খানের সঙ্গে ছিলেন তার স্ত্রী কারিনা কাপুর।

সাইফ তার সর্বশেষ চলচ্চিত্রের জন্য একটি অ্যাকশন সিকোয়েন্স শুটিং করার সময় ব্যথা পান। এরপরই পরীক্ষা-নিরীক্ষা করার জন্য ডাক্তারের শরণাপন্ন হন। ডাক্তাররা ট্রাইসেপ টেন্ডনের গুরুতরভাবে ছিঁড়ে যাওয়া আবিষ্কার করেন। এরপরই অস্ত্রপাচারের জন্য হাসপাতালে ভর্তি হন তিনি।

সাইফের স্ত্রী কারিনা জানান, সার্জারির পর সাইফ এখন ভালো আছেন। সবাই তার জন্য দোয়া করবেন। সেই সাথে সমস্ত শুভাকাঙ্ক্ষীদের ধন্যবাদ জানাই।

উল্লেখ্য, ৫৩ বছর বয়সেও বলিউডে সাইফের অভিনয় অব্যাহত। গত বছর তাকে ‘আদিপুরুষ’ ছবিতে লঙ্কাপতি রাবণের চরিত্রে দেখা গিয়েছে।

\এআই/

Exit mobile version