Site icon Jamuna Television

মিডলসব্রোকে গুঁড়িয়ে ফাইনালে চেলসি

ইংলিশ লিগ কাপের সেমিফাইনালের দ্বিতীয় লেগে মিডলসব্রোকে ৬-১ গোলে উড়িয়ে দিয়েছে চেলসি। দুই লেগ মিলে ৬-২ গোলের জয়ে ফাইনালে জায়গা করে নিয়েছে ব্লুরা।

প্রথম লেগে ১-০ গোলের হারের তিক্ত স্বাদ নিয়ে ঘরের মাঠে দ্বিতীয় লেগ খেলতে নেমে শুরু থেকেই মিডলসব্রোর ডেরায় আক্রমণের পসরা সাজায় চেলসি। ১৫ মিনিটে আসে সাফল্য। আর্মান্দো ব্রোয়ার শট ঠেকাতে গিয়ে আত্মঘাতি গোল করেন মিডলসব্রো ডিফেন্ডার জনি হাউসন। ২৯ মিনিটে চেলসির হয়ে দ্বিতীয় গোল করে আর্জেন্টাইন মিডফিল্ডার এনজো ফার্নান্দেস। আর ৩৬ মিনিটে স্কোর লাইন ৩-০ করেন অ্যাক্সেল দিসাসি।

৪২ ও ৭৭ মিনিটে চেলসির হয়ে আরও দুই গোল দেন মিডফিল্ডার কোল পালমার। আর ৮১ মিনিটে স্কোর শিটে নাম তোলেন ননি মাদুয়েকে। ম্যাচের ৮৮ মিনিটে মিডলসব্রো এক গোল শোধ দিলেও ৬-১ গোলের বড় জয় পায় চেলসি।

/এএম

Exit mobile version