Site icon Jamuna Television

মিলিতাও থাকছেন রিয়ালে, ওসিমেন কোথায় যাবেন?

ইউরোপিয়ান ফুটবলে জানুয়ারির মধ্যবর্তী দলবদলে ঘটছে অনেক ঘটনা। অর্থের হাতছানি দিচ্ছে সৌদি আরবের ক্লাবগুলো। কোনো খেলোয়াড় দল ছাড়ছেন। কেউ আবার থেকে যাচ্ছেন নিজ দলে। এডার মিলিতাওয়ের সঙ্গে নতুন চুক্তি করেছে তার দল রিয়াল মাদ্রিদ। এখনই নতুন ডেরায় যেতে চান না ভিক্টর ওসিমেন।

নতুন ফুটবলার দলে নেয়ার চেয়ে বর্তমান তারকাদের ধরে রাখার দিকে বেশি গুরুত্ব দিচ্ছে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। তারই ধারাবাহিকতায় দলের ব্রাজিলিয়ান ডিফেন্ডার এডার মিলিতাওয়ের সঙ্গে চুক্তি নবায়ন করেছে লস ব্লাঙ্কোসরা। স্পোর্টসম্যাক্স জানিয়েছে, ২০২৮ সাল পর্যন্ত রিয়ালে থাকছেন মিলিতাও।

অন্যদিকে, গত দুই মৌসুম ধরে ইউরোপিয়ান ক্লাব ফুটবলের সবচেয়ে ধারাবাহিক গোল করা স্ট্রাইকারদের মধ্যে একজন নাপোলির নাইজেরিয়ান স্ট্রাইকার ভিক্টর ওসিমেন। এই স্ট্রাইকারকে পেতে আগ্রহী একাধিক জায়ান্ট। গুঞ্জন আছে, রিয়াল মাদ্রিদ ও চেলসি আগ্রহী ওসিমেনকে পেতে। তবে জানুয়ারিতে নয়, মৌসুম শেষে নতুন ঠিকানা বেছে নিয়ে চান এই স্ট্রাইকার।

/এএম

Exit mobile version