Site icon Jamuna Television

ইতিহাস গড়ে শেষ ষোলোয় ফিলিস্তিন

ছবি: এএফপি

এশিয়ান কাপে ইতিহাস গড়লো ফিলিস্তিন। হংকংকে ৩-০ গোলে হারিয়েছে যুদ্ধবিধ্বস্ত দেশটি প্রথমবারের মতো নকআউট পর্ব নিশ্চিত করেছে যুদ্ধবিধ্বস্ত দেশটি। এশিয়ান কাপে এটি তাদের প্রথম জয়ও।

দোহার আবদুল্লাহ বিন খলিফা স্টেডিয়ামে শুরু থেকেই দাপুটে ছিলো ফিলিস্তিন। ম্যাচের ১২ মিনিটে হংকংয়ের জালে প্রথম বল জড়ান ওদায় দাবাগ। ৬০ মিনিটে ব্যবধান দ্বিগুন করেন এই স্ট্রাইকার। ফিলিস্তিনকে তৃতীয় গোল এনে দেন জাইদ কুনবার। পুরো ম্যাচে ৬৮ শতাংশ বল পজেশন ছিলো ফিলিস্তিনের।

এই জয়ে ৪ পয়েন্ট নিয়ে ‘সি’ গ্রুপের তৃতীয় দল হিসেবে নকআউট পর্বে পৌঁছেছে দলটি। তিন ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে শীর্ষে থেকে পরের রাউন্ডে গেছে ইরান। আর দ্বিতীয় হয়েছে সংযুক্ত আরব আমিরাত। ফিলিস্তিন মূলত তৃতীয় হওয়া দলগুলোর মধ্যে সেরা চারটির একটি হওয়ায় শেষ ষোলোয় যাওয়ার সুযোগ পেয়েছে।

/এএম

Exit mobile version