Site icon Jamuna Television

পশ্চিমা নিষেধাজ্ঞাকে বুড়ো আঙ্গুল দেখিয়ে মিসাইল ছুঁড়লো উত্তর কোরিয়া

ক্ষেপণাস্ত্র প্রদর্শন করে পশ্চিমা দেশগুলোকে নিজেদের শক্তির জানান দিচ্ছে উত্তর কোরিয়া। ছবি: আল জাজিরা।

পশ্চিমা নিষেধাজ্ঞাকে বুড়ো আঙ্গুল দেখিয়ে আবারও ক্রুজ মিসাইল ছুঁড়লো উত্তর কোরিয়া। এমন দাবি প্রতিবেশী দক্ষিণ কোরিয়ার। বুধবার (২৪ জানুয়ারি) এক প্রতিবেদনে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, বুধবার স্থানীয় সময় সকাল ৭টার দিকে উৎক্ষেপন করা হয় ক্ষেপণাস্ত্রগুলো। দেশটির পশ্চিম উপকূল থেকে ছোঁড়া হয় পীত সাগরের দিকে। পিয়ংইয়ংয়ের পরবর্তী তৎপরতার ওপর নজর রাখা হবে বলে জানান সিউলের জয়েন্ট চিফ অব স্টাফ।

যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার সামরিক তৎপরতার জবাবে উত্তর কোরিয়া ছুঁড়ছে একের পর এক মিসাইল। তাতে, বেশ কিছুদিন ধরেই উত্তেজনা ছড়াচ্ছে কোরীয় উপদ্বীপে।

সম্প্রতি, মধ্যম পাল্লার হাইপারসনিক মিসাইলের সফল পরীক্ষার কথাও জানায় পিয়ংইয়ং। এ পদক্ষেপের তীব্র নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র, দক্ষিণ কোরিয়া ও জাপান।

\এআই/

Exit mobile version