Site icon Jamuna Television

যুক্তরাষ্ট্রে বরফে জমাট বাঁধা পুকুর থেকে উদ্ধার এক শিশু

বরফে জমাট বাধা পুকুরে আটকে পড়া শিশুটি। ছবি: এনবিসি নিউজ।

যুক্তরাষ্ট্রে বরফে জমাট বাঁধা পুকুর থেকে উদ্ধার করা হলো এক শিশুকে!। মঙ্গলবার (২৩ জানুয়ারি) প্রকাশ করা হয় পুলিশের বডিক্যামের ভিডিও। এক প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম এনবিসি নিউজ এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, দানবীয় তুষারঝড়ের কবলে যুক্তরাষ্ট্র। শতাধিক ছাড়িয়েছে প্রাণহানির সংখ্যা। এরইমধ্যে, আরাকানসাসের এক বরফ-জমাট পুকুরে পড়ে যায় ছোট্ট এক শিশু।

শিশুটি প্রচণ্ড ঠান্ডায় মুহুর্তেই হয়ে পড়ে অসাড়। দ্রুত জরুরি বিভাগে ফোন করলে, ছুটে আসেন পুলিশ সদস্যরা। তাদের সহযোগিতায় উদ্ধারের পর, পাঠানো হয় হাসপাতালে। সেই উদ্ধারকাজের ভিডিওই প্রকাশ করা হলো সম্প্রতি।

\এআই/

Exit mobile version