Site icon Jamuna Television

আরও একটি মামলায় আমীর খসরুর জামিন, বাকি রইলো ১

আমীর খসরু মাহমুদ চৌধুরী। ফাইল ছবি।

২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে পল্টন মডেল থানায় দায়ের করা নাশকতার মামলায় জামিন পেয়েছেন বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী। এ নিয়ে মোট ১০ মামলার মধ্যে ৯টিতে জামিন পেলেন তিনি। তবে প্রধান বিচারপতির বাসভবনে হামলার মামলায় জামিন নামঞ্জুর হওয়ায় কারাগারেই থাকতে হচ্ছে তাকে।

বুধবার (২৪ জানুয়ারি) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেন এই মামলার শুনানি শেষে তার জামিন মঞ্জুর করেন।

জানা গেছে, ২৮ অক্টোবরের ঘটনায় আমীর খসরুর বিরুদ্ধে মোট ১০টি মামলা হয়। দুটি মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। এজন্য অপর আট মামলায় গ্রেফতার দেখানোসহ জামিন চেয়ে আবেদন করা হয়েছে। এর মধ্যে রমনা মডেল থানায় চার এবং পল্টন মডেল থানায় চারটি মামলা রয়েছে।

এর আগে, গত বছরের ২ নভেম্বর রাত পৌনে ১টার দিকে গুলশান ৮১ নম্বর রোডের বাসা থেকে তাকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। এরপর পুলিশ কনস্টেবল হত্যা মামলায় গ্রেফতার দেখিয়ে গত ৩ নভেম্বর তাকে আদালতে হাজির করা হয়।

এ মামলায় তার ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। রিমান্ড শেষে গত ১০ নভেম্বর আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর পর পল্টন থানার নাশকতার আরেক মামলায় গত ১৪ ডিসেম্বর মামলার তদন্তকারী কর্মকর্তা ও পল্টন মডেল থানার উপপরিদর্শক সুমিত কুমার সাহা আমীর খসরুকে গ্রেফতার দেখানোসহ ১০ দিনের রিমান্ড আবেদন করেন। গত ১৮ ডিসেম্বর ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরীর আদালত রিমান্ড নামঞ্জুর করে জেলগেটে জিজ্ঞাবাদের নির্দেশ দেন।

/এমএইচ

Exit mobile version