Site icon Jamuna Television

১শ’ দিনের মধ্যে ৫শ’ অবৈধ ইটভাটা ধ্বংসের পরিকল্পনা পরিবেশ মন্ত্রণালয়ের

রাজধানীতে বায়ুদূষণ কমাতে ১শ’ দিনের মধ্যে ঢাকা ও তার আশেপাশে ৫শ’ অবৈধ ইটভাটা ধ্বংসের পরিকল্পনা রয়েছে পরিবেশ মন্ত্রণালয়ের। বুধবার (২৪ জানুয়ারি) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ তথ্য জানান পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়কমন্ত্রী সাবের হোসেন চৌধুরী।

এ সময় তিনি বলেন, পরিবেশ দূষণরোধে রাজনৈতিক সদিচ্ছার প্রয়োজন আছে। বায়ু দূষণের সমস্যা স্বীকার করে তা সমাধানের উদ্যোগ নেবার আশ্বাসও দেন তিনি। বলেন, বায়ুদূষণ রোধে ১০০ দিনের মধ্যেই রাজধানী ও তার আশপাশের অন্তত ৫০০ অবৈধ ইটভাটা ধ্বংসের পরিকল্পনার কথা।

তাত্ক্ষণিকভাবে সমস্যা সমাধানের জন্য উদ্যোগ নিতে হবে জানিয়ে পরিবেশমন্ত্রী আরও জানান, দূষণের উৎসগুলো নির্ধারণ করে সেভাবেই উদ্যোগ নিবেন তিনি।

এর আগে সকালে, সচিবালয়ে পরিবেশমন্ত্রী সাবের হোসেন চৌধুরীর সঙ্গে সৌজন্য দেখা করেন বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত মেরি মাস দুপুই। জলবায়ু পরিবর্তন মোকাবেলায় দুই দেশ একসঙ্গে কাজ করবে বলেও সম্মতি দেন ফ্রান্স রাষ্ট্রদূত।

/এমএইচ

Exit mobile version