প্রবল বৃষ্টিতে সৃষ্ট বন্যা-ভূমিধসে বিপর্যস্ত পেরুর মধ্যাঞ্চল। জরুরি সতর্কতা জারি করেছে লাতিন দেশটির আবহাওয়া অধিদপ্তর। বুধবার (২৪ জানুয়ারি) এক প্রতিবেদনে ভারতীয় সংবাদ মাধ্যম দূরদর্শন নিউজ এ তথ্য জানায়।
সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে ভিডিও পোস্ট করে দূরদর্শন জানায়, এখন পর্যন্ত প্রাণহানির কোন তথ্য পাওয়া যায়নি। তবে দুর্যোগে ক্ষতিগ্রস্ত লাখো বাসিন্দা। পানির তোড়ে ভেসে যাওয়া অথবা বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছে না কর্তৃপক্ষ।
হুয়ানকো এলাকায় স্থানীয় নদীগুলোর পানি বইছে বিপৎসীমার ওপর দিয়ে। বন্যায় প্লাবিত অন্তত ২০টি গ্রাম। শুধু তাই নয়, কোমর সমান পানিতে ক্ষতিগ্রস্ত অঞ্চলটির ফসলী জমি। ভয়াবহ বন্যায় ভেঙ্গে পড়েছে যোগাযোগ ব্যবস্থাও। দুর্গত অঞ্চলগুলো সেই কারণে জনবিচ্ছিন্ন। পৌঁছানো যাচ্ছে না প্রয়োজনী ত্রাণ সহযোগিতা।
\এআই/

