Site icon Jamuna Television

রুশ সামরিক বিমান বিধ্বস্তে ইউক্রেনের ৬৫ বন্দি নিহতের দাবি

ইউক্রেন সীমান্তের কাছে রাশিয়ার একটি ইউশিন আইএল-৭৬ সামরিক বিমান বিধ্বস্ত হয়েছে। বুধবার (২৪ জানুয়ারি) দুপুরে রাশিয়ার বেলগোরোদ অঞ্চলে বিমানটি মাটিতে আছড়ে পড়ে। এতে বিমানের ভেতর থাকা ৬৫ জন বন্দির মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। খবর বিবিসির।

সংবাদমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়, রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাতে দেশটির সংবাদমাধ্যমগুলো জানাচ্ছে, বিমানটি বিধ্বস্ত হওয়ার সময় এতে ৬৫ জন যাত্রী ছিলেন। যাদের সবার মৃত্যু হয়েছে। যদিও তা নিশ্চিত করা যায়নি।

রুশ বার্তাসংস্থা আরআইএ নভোস্তি জানিয়েছে, বিমানটিতে রুশ বাহিনীর হাতে বন্দি ৬৫ ইউক্রেনীয় সেনা ছিল। এছাড়া বিমানটিতে আরও ৯জন ছিল বলেও জানিয়েছে এই গণমাধ্যম। যাদের মধ্যে ছয়জন ছিলেন ক্রু।

কিয়েভের অভিযোগ, ইউক্রেনের বাহিনীই আইএল-৭৬ বিমানটি ভূপাতিত করেছে। ইউক্রেনের সংবাদমাধ্যম ইউক্রেনীয় প্রাভাদা জানিয়েছে, বিমানটি ইউক্রেনীয় সেনারা ভূপাতিত করেছে। তবে বিমানটি বিধ্বস্তের সময় তাতে এস-৩০০ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ক্ষেপণাস্ত্র ছিল বলে দাবি করেছে এই গণমাধ্যম।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিওতে দেখা যায়, স্থানীয় সময় সকাল ১১টার দিকে ইয়াবলোনোভো গ্রামে একটি বিমান খাড়াভাবে আছড়ে পড়ছে। বিমানটি বিধ্বস্ত হওয়ার আগে বিস্ফোরণের শব্দ শোনা যায়।

ঘটনাস্থল অর্থাৎ বেলগোরোদের আঞ্চলিক গভর্নর ভায়াচেসলাভ গ্লাদকোভ জানিয়েছেন, তিনি বিমান দুর্ঘটনা সম্পর্কে জানতে পেরেছেন। তবে তার কাছ থেকে এর বেশি বিস্তারিত কিছু জানা যায়নি।

রুশ প্রেসিডেন্টের দফতর ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকোভ জানিয়েছেন, তারা বিমান বিধ্বস্তের ব্যাপারে জানতে পেরেছেন। তবে তিনিও হতাহতের বিষয়ে বিস্তারিত কোনো কিছু জানাননি।

/এমএইচ/এমএন

Exit mobile version