Site icon Jamuna Television

নানা সংকটেও দেশ নিয়ে আপস করেনি খালেদা জিয়া: রিজভী

মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জন করা গণতন্ত্র হরণ করা হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। আর দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ বলেছেন, নানা সংকটেও দেশ নিয়ে কোনো আপস করেননি গণতন্ত্রের ধারক খালেদা জিয়া।

বুধবার (২৪ জানুয়ারি) সকালে আরাফাত রহমান কোকোর মৃত্যুবার্ষিকীতে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে দোয়া ও মিলাদ মাহফিলে এসব কথা বলেন তারা।

বিএনপি নেতারা এতে বলেন, দেশে গণতন্ত্র থাকলে সবারই উন্নয়ন হতো। গণতন্ত্র নেই বলেই বিপুল সংখ্যক মানুষ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে নিষ্পেষিত হচ্ছে। তাই চারদিকে হাহাকার। হাতেগোনা কিছু মানুষ প্রতিদিন কোটি কোটি টাকা পাচার করছে বলেও অভিযোগ করেন তারা।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া গুরুতর অসুস্থ অবস্থায় এখনও বন্দি জীবনযাপন করছেন বলে মন্তব্য করেন তারা।

/এমএন

Exit mobile version