Site icon Jamuna Television

ডিম নিয়ে কারসাজি: ডায়মন্ড এগ ও সিপিকে কোটি টাকা জরিমানা

ডিমের বাজারে কারসাজির দায়ে ২টি কোম্পানিকে জরিমানা করেছে বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন। সংস্থাটির চূড়ান্ত রায়ে ডায়মন্ড এগকে আড়াই কোটি ও সিপি বাংলাদেশকে এক কোটি টাকা জরিমানা করা হয়েছে।

বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের আদেশে বলা হয়েছে, রায় ঘোষণার ৩০ দিনের মধ্যে জরিমানার অর্থ কমিশনের সংশ্লিষ্ট খাতে জমা দিতে হবে। অন্যথায় আইন অনুযায়ী প্রতিদিনের জন্যে বাড়তি অর্থ পরিশাধ করতে হবে।

আদেশে আরও বলা হয়, সিপি বাংলাদেশ গত ৫ আগস্ট থেকে ২০ আগস্ট পর্যন্ত তাদের উৎপাদিত ডিমের মূল্য অস্বাভাবিকভাবে বাড়িয়ে দেয়। এর মাধ্যমে বাজারব্যবস্থাকে নিয়ন্ত্রণ করে। ডায়ামন্ড এগও গত আগস্টে কারসাজির মাধ্যমে ডিমের বাজার নিয়ন্ত্রণ করে। যা কমিশন আইনের পরিপন্থী।

/এমএন

Exit mobile version