Site icon Jamuna Television

‘সরকার সুপেয় পানির অধিকার নিশ্চিতে কাজ করে যাচ্ছে’

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী সাবের হোসেন চৌধুরী বলেছেন, পানিসম্পদ রক্ষা এবং সবার জন্য পানির অধিকার নিশ্চিত করতে সংশ্লিষ্ট এনজিওর সঙ্গে একযোগে করবে সরকার। সরকারি-বেসরকারি সংস্থাগুলো একত্রে কাজ করে পানি সংকটের টেকসই ভবিষ্যৎ গড়তে কাজ করে যাবে।

‘ওয়াটার, রিভারস অ্যান্ড ক্লাইমেট চেইঞ্জ: ক্রিয়েটিং স্পেস ফর রেজিলেন্স’ প্রতিপাদ্যে ৯ম আন্তর্জাতিক পানি সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। রাজধানীর একটি হোটেলে এ সম্মেলন শুরু হয়েছে আজ বুধবার (২৪ জানুয়ারি)। অ্যাকশনএইড এ সম্মেলনের আয়োজক। হলো।

সম্মেলনের উদ্বোধক সাবের হোসেন চৌধুরী আরও বলেন, সুরক্ষিত বিশ্বের জন্য সবাইকেই কার্যকরী পদক্ষেপ নিতে হবে। সুপেয় পানির সঙ্কট একটি বৈশ্বিক চ্যালেঞ্জ, তবে এটা স্থানীয়ভাবে সমাধান করতে হবে। দেশের তরুণদের নদী রক্ষা ও পানির অধিকার নিশ্চিতে এগিয়ে আসারও আহ্বান জানান তিনি।

/এমএন

Exit mobile version