Site icon Jamuna Television

টিকটক করতে বেশি বাথরুমে যাওয়ায় আয়না সরিয়ে দিলো স্কুল কর্তৃপক্ষ

যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলাইনার একটি মাধ্যমিক স্কুলের বাথরুমগুলো থেকে আয়না সরিয়ে নিয়েছে কর্তৃপক্ষ। এর কারণ হিসেবে বলা হচ্ছে, বাথরুম ব্যবহারের নাম করে শিক্ষার্থীরা নিয়মিত বাথরুমে গিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়া ভিডিও তৈরি করত। আর শিক্ষার্থীদের বাথরুমে যাওয়ার প্রবণতা এতটাই বেড়ে গিয়েছিল যে, দিনে অন্তত নয়বার পর্যন্ত তারা বাথরুমে যেত। খবর ডেইলি মেইলের।

অ্যালামেন্স-বার্লিংটন স্কুল সিস্টেমের পাবলিক ইনফরমেশন অফিসার লেস অ্যাটকিন্স টিভি নিউজ নেটওয়ার্ক ডব্লিউএফএমওয়াই এর সাথে আলাপকালে বলেন, শিক্ষার্থীরা দীর্ঘ সময় ধরে বাথরুমে অবস্থান করছে এবং সেখানে তারা টিকটক ভিডিও তৈরি করছে।

এ বিষয়ে অবগত করতে গত সপ্তাহে স্কুল কর্তৃপক্ষ শিক্ষার্থীদের অভিভাবকদের কাছে চিঠি দেয়। চিঠিতে বলা হয়, শিক্ষার্থীরা দিনে গড়ে তিন থেকে চারবার বাথরুমে যাচ্ছে। কেউ কেউ এর চেয়েও বেশিবার যেতে চাইছে এবং এজন্য তারা পাঁচ মিনিট বা তারও বেশিক্ষণ সময় চাইছে।

বিষয়টি বুঝতে পেরে কর্তৃপক্ষ স্কুলটির বাথরুমগুলো থেকে আয়না সরিয়ে নেয়। এর পর থেকেই শিক্ষার্থীদের ঘন ঘন বাথরুমে যাওয়ার প্রবণতা উল্লেখযোগ্যভাবে কমে আসে।

গত বছর ফ্লোরিডায় স্কুলগুলোর ডিভাইস ও ওয়াইফাই নেটওয়ার্কে টিকটক অ্যাপটি নিষিদ্ধ করা হয়। শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্যের ওপর সোশ্যাল মিডিয়ার নেতিবাচক প্রভাব নিয়ে উদ্বিগ্ন অনেকেই এ পদক্ষেপকে স্বাগত জানিয়েছিল।

এটিএম/

Exit mobile version