Site icon Jamuna Television

চীনে দোকানে আগুন লেগে অন্তত ৩৯ জনের মৃত্যু

ছবি: সিএনএন

চীনের দক্ষিণ-পূর্বাঞ্চলে একটি দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৩৯ জন মারা গেছেন এবং ৯ জন আহত হয়েছেন। খবর সিএনএন এর।

বুধবার (২৪ জানুয়ারি) স্থানীয় সময় বিকেল সাড়ে ৩টার দিকে দেশটির জিয়াংসি প্রদেশের সিনইউ শহরে এ ঘটনা ঘটে। এ সময় দোকানের ভেতরে বেশ কয়েকজন আটকা পড়েন। তবে কতজন আটকা পড়েছেন সে বিষয়ে বিস্তারিত জানা যায়নি। ইতোমধ্যে দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং এ ঘটনার তদন্তের আহ্বান জানিয়েছেন।

উল্লেখ্য, এর আগে গত শুক্রবার স্থানীয় সময় রাতে দেশটির হেনান প্রদেশের একটি স্কুলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ১৩ জনের মৃত্যু হয়। ওই ঘটনার কয়েকদিন পরেই আবারও বড় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো দেশটিতে।

/আরএইচ

Exit mobile version