Site icon Jamuna Television

সিলেটে যুবলীগের ২ গ্রুপের সংঘর্ষ

সিলেট করেসপনডেন্ট:

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সিলেট নগরীর পাঠানটুলায় যুবলীগের দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে গুরুতর আহত হয়েছে অন্তত ৭ জন। আহতদেরকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বুধবার (২৪ জানুয়ারি) রাতে পাঠানটুলা এলাকার স্কলার্সহোম স্কুল অ্যান্ড কলেজের সামনে এ ঘটনা ঘটে। এ সময় ৮টি মোটরসাইকেল ভাঙচুর করা হয়।  

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, পাঠানটুলা এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্থানীয় যুবলীগ নেতাদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর জের ধরেই যুবলীগ নেতা রানা আহমদ শিপলু গ্রুপের অনুসারীরা প্রথমে বিদ্যুৎ দাসের নেতাকর্মীদের ওপর দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা করে। পরে দু’গ্রুপের মধ্যে সংঘর্ষ বাধে। সংঘর্ষে উভয় পক্ষেরই একাধিক নেতাকর্মী আহত হয়।

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। এ সময় কয়েকটি মোটরসাইকেল জব্দ করে তারা।

/এমএইচ

Exit mobile version