Site icon Jamuna Television

ড্র করেও ফাইনালে লিভারপুল

ইংলিশ লিগ কাপে সেমিফাইনালের দ্বিতীয় লেগে ফুলহ্যামের সাথে ১-১ গোলে ড্র করেছে লিভারপুল। দুই লেগ মিলিয়ে ৩-২ গোলে এগিয়ে থাকায় ফাইনালে উঠেছে অল রেডরা।

প্রতিপক্ষের মাঠে ম্যাচের ১১ মিনিটে লুইস দিয়াজের গোলে এগিয়ে যায় লিভারপুল। পিছিয়ে পড়েও আত্মবিশ্বাস হারায়নি ফুলহ্যাম। বল দখল ও আক্রমণে সমানভাবে টেক্কা দিচ্ছিল লিভারপুলকে। ফলাফলটাও পেয়েছে তারা।

প্রথমার্ধে গোল না পেলেও ৭৭ মিনিটে ম্যাচে সমতা ফেরায় স্বাগতিকরা। বাঁ দিক দিয়ে সতীর্থের একটু উঁচু করে বাড়ানো বল ছয় গজ বক্সে পেয়ে হাঁটু দিয়ে জালে পাঠান ফরাসি ডিফেন্ডার জিওপ। লড়াই জমিয়ে তুলেও শেষমেশ আর কিছু করতে পারেনি ফুলহ্যাম। ড্র করেও ১৪তম বারের মতো টুর্নামেন্টের ফাইনালে উঠেছে ক্লপ শিষ্যরা। প্রথম লেগে ঘরের মাঠে ২-১ গোলে জিতেছিল তারা।

আগামী ২৫ ফেব্রুয়ারি ওয়েম্বলি স্টেডিয়ামে শিরোপা লড়াইয়ে চেলসির মুখোমুখি হবে লিভারপুল।

/এএম

Exit mobile version