Site icon Jamuna Television

আফকনের মাঝেই ছাঁটাই হলেন দুই কোচ

আফ্রিকান কাপ অব নেশন্স (আফকন) চলাকালে চাকরি হারিয়েছেন আইভরি কোস্টের কোচ জিন লুই গাসেট এবং ঘানার কোচ ক্রিস হিউটন। টুর্নামেন্টে দলের ব্যর্থতার কারণে চাকরি হারিয়েছেন এই দুই কোচ। জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক গণমাধ্যম বিবিসি।

ঘরের মাঠের টুর্নামেন্টের শুরুটা দারুণ করেছিল আইভরি কোস্ট। তবে প্রথম ম্যাচের পর খেই হারিয়ে ফেলে জিন লুই গাসেটের শিষ্যরা। টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচে নাইজেরিয়ার কাছে ১-০ গোলে হারার পর শেষ ম্যাচে বিষুবীয় গিনির কাছে লজ্জাজনকভাবে (০-৪) হেরেছে স্বাগতিকরা। এমন হারের পর নড়েচড়ে বসেছে দেশটির ফুটবল ফেডারেশন। টুর্নামেন্ট থেকে আনুষ্ঠানিকভাবে বাদ পড়ার আগেই কোচকে ছাঁটাই করেছে ফেডারেশনটি।

এদিকে, গ্রুপ ‘বি’তে দুই ম্যাচ ড্র করে তৃতীয় স্থানে ঘানা। তবে আইভরি কোস্টের মতো শেষ ষোলোতে ওঠার আশা ছিল তাদেরও। কিন্তু সেই আশাও শেষ হয়ে যায়, মঙ্গলবার (২৩ জানুয়ারি) অন্য গ্রুপের ম্যাচের ফলাফলে। আফকন থেকে বিদায় নিশ্চিত হওয়ার পরদিনই দলের কোচ ক্রিস হিউটনকে ছাঁটাই করে ঘানা।

/এএম

Exit mobile version