Site icon Jamuna Television

রাজধানীতে তাপমাত্রা বৃদ্ধি পেলেও কমেনি শীত

গত দুদিনের তুলনায় রাজধানীতে তাপমাত্রা বৃদ্ধি পেলেও কমেনি শীত। আজ বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) ভোরে ঢাকায় ১৪ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে তাপমাত্রা।

মৃদু শৈত্যপ্রবাহ, ঘন কুয়াশা আর কনকনে ঠান্ডা বাতাস থাকলেও থেমে নেই কর্মব্যস্ত জনজীবন। সূর্যোদয় হয়েছে সকাল ৬টা ৪২ মিনিটে। কিন্তু সকাল ৮টার পর দেখা মিলেছে আলোকচ্ছটা।

আবহাওয়া অধিদফতর বলছে, ঢাকা ও পার্শ্ববর্তী অঞ্চলে দুপুর নাগাদ কুয়াশার আবরণ সরে দেখা মিলবে রোদ ঝলমলে দিনের। বেলা বাড়ার সাথে সাথে তাপমাত্রাও বৃদ্ধি পাবে। তবে বিকেলের পর থেকে আবারও হ্রাস পেতে শুরু করবে তাপমাত্রা। একই সাথে কুয়াশাও বৃদ্ধি পাবে। ঢাকার আকাশ আজ আংশিক মেঘলা ও শুষ্ক আবহাওয়া থাকতে পারে। কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নৌ পরিবহন ও সড়ক পরিবহন ব্যাহত হতে পারে।

এর আগে, বুধবার (২৪ জানুয়ারি) রাজধানীর তাপমাত্রা ১৩ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। মঙ্গলবার (২৩ জানুয়ারি) রাজধানীতে রেকর্ড করা হয় ১১ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস, যা চলতি মৌসুমে সর্বনিম্ন।

/এএম

Exit mobile version