Site icon Jamuna Television

“১৫ আগস্ট মিথ্যা জন্মদিন পালন করবেন না”

১৫ আগস্ট খালেদা জিয়াকে জন্মদিন পালন না করার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের ৮৭তম জন্মবার্ষিকীতে বনানী কবরস্থানে তার সমাধিতে শ্রদ্ধা জানাতে এসে এ কথা বলেন তিনি।

বলেন, আগস্ট মাসে বিএনপিকে কোনো অনুষ্ঠান করতে দেই না- এই অভিযোগ মিথ্যা। তবে এই মাসটিতে বঙ্গবন্ধুকে স্বপরিবারে হত্যা করা হয়েছে বলে জাকজমকপূর্ণ অনুষ্ঠান করা নিরুৎসাহিত করি।

সকালে নেতাকর্মীদের সাথে নিয়ে ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে বনানী কবরস্থানে যান ওবায়দুল কাদের। শ্রদ্ধা জানান আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতাকর্মীরাও। পরে মরহুমার আত্মার মাগফিরাত কামনায় দোয়া করেন তারা।

/আরএএম

Exit mobile version