Site icon Jamuna Television

রায় ঘিরে নাশকতার চেষ্টা করলে রুখে দেয়া হবে: কাদের

২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার রায়ে ন্যায় বিচার আশা করে আওয়ামী লীগ। একথা জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ মঙ্গলবার সকালে রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে ঢাকা-লক্ষ্মীপুর রুটে আল-রিয়াদ পরিবহনের উদ্বোধন করে তিনি একথা জানান।

ওবায়দুল কাদের বলেন, রায় দেয়াকে ঘিরে কোন ধরণের নাশকতার চেষ্টা করলে তা রুখে দেয়া হবে। সেই সাথে বিএনপির যে কোন অসাধু পরিকল্পনা কঠোরভাবে দমন করবে আইনশৃঙ্খলা বাহিনী। বিএনপি ও জাতীয় ঐক্য প্রক্রিয়ার কার্যক্রম নিয়ে আওয়ামী লীগের নীতি নির্ধারনী পর্যায়ের এই নেতা বলেন, পাঁচ মিশালী জাতীয় ঐক্যের দাবি জনগণের কাছে আবেদনহীন। এই কার্যক্রম জনগণের কাছে কোন সুফল বয়ে আনবে না।

Exit mobile version