Site icon Jamuna Television

ম্যান সিটিকে হটিয়ে রাজস্ব আয়ে শীর্ষে রিয়াল মাদ্রিদ

ফাইল ছবি

গত মৌসুমে জেতা হয়নি লা লিগা। ম্যানচেস্টার সিটির কাছে হেরে ছিটকে পড়েছিল চ্যাম্পিয়নস লিগের সেমি ফাইনাল থেকেও। তবে মাঠের পারফরম্যান্সে পিছিয়ে থাকলেও আয়ের দিক থেকে বাজিমাত করেছে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। ২০২২-২৩ মৌসুমে বিশ্বের সবচেয়ে বেশি রাজস্ব আয় করে, গতবার শীর্ষে থাকা ম্যানচেস্টার সিটিকে পেছনে ফেলেছে রিয়াল।

যুক্তরাজ্যের তথ্য-উপাত্ত বিশ্লেষণী প্রতিষ্ঠান ডেলয়েট ফুটবল মানি লিগ গবেষণা বলছে, ২০২২-২৩ মৌসুমে রেকর্ড ৮৩ কোটি ১০ লাখ ইউরো আয় করেছে ইউরোপের সফলতম ক্লাব রিয়াল মাদ্রিদ। মানি লিগের এই তালিকায় ২০১৭-১৮ মৌসুমের পর প্রথমবার শীর্ষে উঠল রিয়াল। আগের মৌসুমের তুলনায় ১১ কোটি ৮০ লাখ ইউরো আয় বেড়েছে তাদের।

রিয়ালের এমন উত্থানে তালিকার দুইয়ে নেমেছে গত মৌসুমে ট্রেবল জয়ী ম্যানসিটি। যদিও ২০২২-২৩ মৌসুমেও রেকর্ড পরিমাণ আয় করেছে ম্যানচেস্টারের ক্লাবটি। তবে ৮২ কোটি ৬০ লাখ ইউরো পকেটে পুরেও রিয়ালকে ধরতে পারেনি পেপ গার্দিওলার দল।

আয়ের দিক থেকে তৃতীয় অবস্থানে আছে ফরাসী ক্লাব পিএসজি। ৮০ কোটি ২ লাখ ইউরো আয় করে এবারই প্রথম মানি লিগের শীর্ষ তিনে উঠে এসেছে ফ্রান্সের ক্লাব। ৮০ কোটি ইউরো আয় নিয়ে চারে বার্সেলোনা। গত মৌসুমে লা লিগা জয়ী ক্লাবটি আগের মৌসুমে ছিল সপ্তম স্থানে। এছাড়া শীর্ষ পাঁচে আছে ম্যানচেস্টার ইউনাইটেডও। গত মৌসুমে তাদের আয় ৭৪৬ মিলিয়ন ইউরো।

মানি লিগে বড় পতন হয়েছে ইংলিশ ক্লাব লিভারপুলের। তিন নম্বর অবস্থান থেকে নেমে গেছে সাত নম্বরে। সর্বশেষ মৌসুমে প্রিমিয়ার লিগে পঞ্চম এবং চ্যাম্পিয়ন্স লিগে শেষ ষোলো থেকে বিদায় নেওয়া অলরেডরা আয় করেছে ৬৮৩ মিলিয়ন ইউরো।

জার্মান ক্লাবগুলির মধ্যে যথারীতি সবার ওপরে অবস্থান বায়ার্ন মিউনিখের। ৭৪৪ মিলিয়ন ইউরো আয়ে তারা আছে ছয়ে। আট থেকে দশে আছে তিন ইংলিশ ক্লাব টটেনহ্যাম হটস্পার, চেলসি ও আর্সেনাল। এছাড়া ৪৩২ মিলিয়ন ইউরো আয় নিয়ে ইতালির শীর্ষ ক্লাব য়্যুভেন্তাস আছে এগারো নম্বরে।

আয়ের খেলায় শীর্ষ ২০ ক্লাবের মধ্যে ৮টিই ইংলিশ প্রিমিয়ার লিগের। সবমিলিয়ে ২০টি উচ্চ পর্যায়ের ক্লাবের রাজস্ব আয় এবার ১৪ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে রেকর্ড ১০.৫ বিলিয়ন ইউরোতে।

/আরআইএম

Exit mobile version