Site icon Jamuna Television

সাংবাদিকদের দশম ওয়েজবোর্ড নিয়ে কাজ শুরু হয়েছে: বাহাউদ্দিন নাছিম

দশম ওয়েজবোর্ডে যাতে সাংবাদিকেরা সুবিধা পান সেদিকে খেয়াল রাখা হবে। এ নিয়ে কাজও শুরু হয়েছে বলে জানিয়েছে্ন, ঢাকা-৮ আসনের এমপি ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম।

বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) দুপুরে জাতীয় প্রেসক্লাবে প্রবীণ ও কর্মাহত সাংবাদিক কল্যাণ পরিষদের এক আলোচনা সভায় তিনি এ কথা জানান। বলেন, নবম ওয়েজবোর্ড একটি শুভঙ্করের ফাঁকি। এর মাধ্যমে সাংবাদিকরা খুব একটা সুবিধা পান না।

এ সময় তিনি রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে বলেন, সারাদুনিয়া যখন নির্বাচিত আওয়ামী লীগ সরকারকে স্বীকৃতি ও সমর্থন দেয়, তখন বিএনপি দেশের অগ্রগতি থামানোর আন্দোলন দিচ্ছে। তারা দেশের অর্থনীতি, মানুষের জীবনের কথা ভাবে না। এই অশুভ শক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে প্রতিহত করলেই বাংলাদেশ এদের থেকে মুক্তি পাবে।

এটিএম/

Exit mobile version