Site icon Jamuna Television

রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন পাহাড় থেকে বিপুল পরিমাণ অস্ত্রসহ ৩ আরসা সদস্য আটক

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প ও এর ক্যাম্পের পাশের পাহাড়ে অভিযান চালিয়ে অস্ত্র ও গোলাবারুদসহ ৩ আরসা সন্ত্রাসীকে আটক করেছে র‍্যাব। বুধবার (২৪ জানুয়ারি) রাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত এই অভিযান চলে।

র‍্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক- ল অ্যান্ড মিডিয়া আবু সালাম চৌধুরী জানান, রোহিঙ্গা ক্যাম্পে কিছুদিন পর পর অগ্নিসংযোগের সাথে জড়িত আরসার সন্ত্রাসীরা নতুন করে বড় ধরনের নাশকতার পরিকল্পনা করছিল। যার একটি অডিও রেকর্ড র‍্যাবের হাতে আছে। এরই পরিপ্রেক্ষিতে ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে বুধবার থেকে বালুখালী ২০ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের পেছনের লাল পাহাড়ে অভিযান শুরু করা হয়।

তিনি আরও জানান, অভিযানে তিনজন আরসা সন্ত্রাসীকে আটক করা হয়েছে। এ সময় উদ্ধার করা হয়েছে বেশ কিছু আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ।

/এনকে

Exit mobile version