Site icon Jamuna Television

গ্রাহকের তথ্য চুরির ঘটনায় বন্ধ হচ্ছে গুগল প্লাস

গ্রাহকের তথ্য চুরির ঘটনায় বন্ধ হতে চলেছে গুগল প্লাস সেবা। স্থানীয় সময় সোমবার এই ঘোষণা দেয় গুগল কর্তৃপক্ষ।

বিবৃতিতে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, চলতি বছরের মার্চে বড় ধরণের হ্যাকিংয়ের শিকার হয় গুগল। এসময় গুগল প্লাস ব্যাবহারকারী প্রায় ৫ লাখ গ্রাহকের তথ্য চুরি হয়ে যায়। এ ঘটনার পরিপ্রেক্ষিতে সেবাটি বন্ধ করার সিদ্ধান্ত নেয় বিশ্বের সবচেয়ে বড় সার্চ ইঞ্জিনটি। যদিও হ্যাকিংয়ের অভিযোগ ওঠার পর সেসময় তা অস্বীকার করেছিলো গুগল।

তবে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো জানায়, হ্যাকিংয়ের পর চারশ’র বেশি অ্যাপসে ব্যবহার করা হয় গ্রাহকদের চুরি করা তথ্য। অবশেষে তদন্ত এবং যাচাই বাছাইয়ের পর হ্যাকিংয়ের ঘটনা স্বীকার করে সেবা বন্ধের ঘোষণা এলো গুগল প্লাসের তরফ থেকে।

Exit mobile version