Site icon Jamuna Television

গোপালগঞ্জে চালের মিলে আগুন, নেভাতে গিয়ে ৪ শ্রমিক আহত

গোপালগঞ্জ করেসপনডেন্ট:

গোপালগঞ্জের একটি চালের মিলের তুষের ঘরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ সময় আগুন নেভাতে গিয়ে অন্তত ৪ শ্রমিক আহত হয়েছে।

বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে জেলার মুকসুদপুর উপজেলার জলিরপার বাজারে জামান চালের মিলে এ ঘটনা ঘটে। আহত শ্রমিকরা হলেন, রাহুল (২৫), সা‌কিব (৩৫), বেল্লাল (১৬) আ‌রিফ (৪০)। তাদের সবাই একই উপজেলার জ‌লিরপাড় গ্রামের বাদিন্দা।

সিন্দিয়াঘাট নৌপু‌লিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক শওকত হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, চাল মিলের একটি ঘরে ধান ভাঙ্গানো তুষ রাখা হচ্ছিল। এ সময় অসাবধানতাবশত তুষে আগুন লেগে চারদিকে ছড়িয়ে পড়ে। পরে মুকসুদপুর ও রাজৈর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে শ্রমিক ও স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। এ সময় রাইস মিলের কয়েকজন শ্রমিক আহত হয়। পরবর্তীতে এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আহত শ্রমিকদের মাদারীপুরের রাজৈর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

/আরএইচ

Exit mobile version