Site icon Jamuna Television

রাজনৈতিক কর্মসূচির নামে অপরাধ করবেন না, বিএনপির উদ্দেশে প্রাণিসম্পদ মন্ত্রী

ফরিদপুর প্রতিনিধি:
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আব্দুর রহমান বিএনপিকে আগামীতে যেকোনো নির্বাচনে অংশ নেয়ার আহ্বান জানিয়েছেন। বলেন, রাজনৈতিক কর্মসূচির নামে অপরাধ কার্যক্রম করবেন না।

বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) বিকেলে ফরিদপুরের মধুখালি উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে স্থানীয় পাইলট স্কুল মাঠে আয়োজিত এক নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

আব্দুর রহমান বলেন, কিছু দল গোসা করে নির্বাচনে আসলো না। তারা নির্বাচনে না আসলে কি নির্বাচন পরে থাকবে? নির্বাচন হলো, তারা বললো সরকার গঠন করতে পারবে না, সরকার গঠন হলো, এরপরে তারা বলে বিদেশিরা স্বীকৃতি দেবে না। এখন সবই তো হলো। এবার দয়া করে আগামীতে যেকোনো নির্বাচনে অংশ নেন।

গত নির্বাচনে তার বিরোধিতাকারীদের সমালোচনা করে এ সময় তিনি বলেন, কিছু কিছু মানুষের উপর আমার দুঃখবোধ-কষ্টবোধ আছে, আমি ওদের কী ক্ষতি করেছিলাম? জানি না, তবু কিছু কথা থেকে যায়। ন্যায়ের সংগ্রাম প্রতিষ্ঠার জন্য প্রয়োজনে জীবন দেবো। তবু অন্যায়কে প্রশ্রয় দেবো না। এই মাটিকে কলুষমুক্ত করে যাওয়ার চেষ্টা করে যাবো।

/এনকে

Exit mobile version