Site icon Jamuna Television

মার্কিন হামলা থামাতে পারবে না আমাদের: হুতি নেতা

ছবি: এপি

গাজার প্রতিটি ফিলিস্তিনির কাছে ত্রাণ না পৌঁছানো পর্যন্ত লোহিত সাগরে হামলা থামাবে না হুতি বিদ্রোহীরা। বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) এমন হুঁশিয়ারি দিয়েছেন গোষ্ঠীটির নেতা আবদেল মালেক আল হুতি। জানিয়েছে টাইমস অব ইসরায়েল, আরব নিউজ।

হুতি নেতা বলেন, ইয়েমেনে মার্কিন জোটের হামলা তাদের থামাতে পারবে না। গাজার উত্তর-দক্ষিণসহ পুরো উপত্যকার প্রতিটি বাসিন্দার কাছে খাবার ও ওষুধ পৌঁছাতে হবে। পাশাপাশি বন্ধ হতে হবে ইসরায়েলি আগ্রাসন। তা না হলে ইসরায়েলের সাথে সম্পৃক্ত জাহাজে হামলা থামবে না বলে হুঁশিয়ারি দেন তিনি।

আবদেল মালেক আল হুতি বলেন, আমরা আন্তর্জাতিক জাহাজ চলাচলে কোনো হুমকি সৃষ্টি করছি না। হুতিদের অপারেশন শুরুর পর ৪৮৭৪টি বাণিজ্যক জাহাজ এ পথ পাড়ি দিয়েছে বলে জানান তিনি।

/এএম

Exit mobile version