Site icon Jamuna Television

পিএসএল থেকে নাম সরিয়ে নিলেন রশিদ খান

পাকিস্তান সুপার লিগ (পিএসএল) থেকে নিজের নাম সরিয়ে নিয়েছেন আফগানিস্তানের স্পিনার রশিদ খান। জানা গেছে, পিঠের চোটের কারণেই এমন সিদ্ধান্ত নিয়েছেন তিনি। একই চোটের কারণে বেশ কয়েকদিন ধরেই খেলতে পারেননি একাধিক ফ্র্যাঞ্চাইজি লিগ ও দ্বিপাক্ষিক সিরিজ।

আগামী ১৭ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে পিএসএল। সবশেষ তিন আসরে লাহোর কালান্দার্সের হয়ে খেলেন রশিদ। গত দুই আসরে ফ্র্যাঞ্চাইজিটির শিরোপা জয়ে বড় অবদান ছিল তার। ২০২২ আসের ৯ ম্যাচে করেন ১৩ শিকার। গতবার ১১ ম্যাচে ২০ উইকেট নিয়ে ছিলেন আসরের তৃতীয় সর্বোচ্চ উইকেট শিকারি।

১৭ ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাওয়া আসরে রশিদকে পাওয়া নিয়ে শঙ্কা ছিল আগে থেকেই। তবুও গত ডিসেম্বরের ড্রাফটের আগে তাকে সিলভার ক্যাটাগরির খেলোয়াড় হিসেবে ধরে রাখে লাহোর।

মূলত পিঠের চোটের জন্য ছুরি-কাঁচির নিচে যেতে হয় তাকে। গত বছরের নভেম্বর থেকেই বাইশ গজের বাইরে আছেন রশিদ খান। আইপিএলে গুজরাট টাইটান্সের হয়ে খেলায় ফিরবেন তিনি।
/এমএইচ

Exit mobile version