Site icon Jamuna Television

মদ্যপ হয়ে গাড়ি চালানোয় গ্রেফতার হামজা চৌধুরী

ছবি: সংগৃহীত

মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অভিযোগ উঠেছে বাংলাদেশি বংশোদ্ভূত ইংলিশ ফুটবলার হামজা চৌধুরীর বিরুদ্ধে। এমনটি জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম স্কাই স্পোর্টস।

পুলিশ জানিয়েছে, স্থানীয় সময় গত শুক্রবার রাত ১টা ৪৫ মিনিটে নটিংহ্যাম্পশায়ারের ওয়েস্ট ব্রিজফোর্ডের লাফবোরোতে একটি গাড়ি দাঁড় করায় তারা। তারা জানায়, শ্বাসের নমুনা দিতে অস্বীকার করায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। সেই ব্যক্তি হামজা। তার বিরুদ্ধে মাত্রাতিরিক্ত অ্যালকোহল নিয়ে গাড়ি চালানোর অভিযোগ উঠেছে। যথাযথ যত্ন এবং মনোযোগ ছাড়াই গাড়ি চালানো এবং প্রাথমিক পরীক্ষায় অসহযোগিতা দেখানোয় অভিযুক্ত হয়েছেন ইংলিশ ক্লাব লেস্টার সিটির এই ডিফেন্সিভ মিডফিল্ডার। 

ঘটনার পর হামজাকে নিঃশর্ত জামিনও দেয়া হয়। তবে ২৩ ফেব্রুয়ারি নটিংহামের ম্যাজিস্ট্রেটের কাছে তাকে হাজিরা দিতে হবে।এ ঘটনায় কোনো বিবৃতি দেয়নি লেস্টার। প্রিমিয়ার লিগ থেকে অবনমন হওয়ায় বর্তমানে এই ক্লাবকে খেলতে হচ্ছে চ্যাম্পিয়নশিপে। হামজা গত সোমবার লেস্টারের হয়ে খেলেছেন ইপসউইচের বিপক্ষে। ম্যাচটি ড্র হয় ১-১ গোলে। 

২০০৫ সাল থেকে লেস্টার সিটিতে আছেন হামজা। লেস্টার থেকে সপ্তাহে প্রায় ৭০ লাখ টাকা বেতন পান। ২০১৫ সালে দলটির হয়ে প্রিমিয়ার লিগে তার অভিষেক হয়। মাঝখানে ধারে খেলেছেন ওয়াটফোর্ডে।

/আরআইএম

Exit mobile version