Site icon Jamuna Television

বিএনপি ডামি হয়ে গেছে, কর্মীরা আশা হারিয়ে ফেলেছে: কাদের

দেশে এখন বিএনপিই ডামি হয়ে গেছে। দলটির কর্মীরা সব আশা হারিয়ে ফেলেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, ভোটে না আসতে পারার শোকে তারা পাথর হয়ে গেছে।

শুক্রবার (২৬ জানুয়ারি) দুপুর পৌনে ১২টার দিকে রাজধানীর ধানমন্ডিতে অসহায়দের শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, নির্বাচন না করে বিএনপি যে কতো বড় ভুল করেছে দলটি অচিরেই তা বুঝতে পারবে।

কাদের আরও বলেন, এই মুহূর্তে বিএনপির আর কোনো আশা নেই। কারণ নিষেধাজ্ঞাও নেই, ভিসানীতির আশাও নেই। জানান, শান্তিপূর্ণ আন্দোলনে বাধা নেই। তবে সহিংসতা করলে কোনো ছাড় দেয়া হবে না।

তিনি আরও বলেন, তারা আন্দোলন করবে জনতার ঢল নামবে, এসব শুনে এখন ঘোড়াও হাসে। নিজেদের নিজেরাই ভুয়া বানিয়ে ফেলছে। তারা যতোই আন্দোলন করুক, জনগণ দূরে থাক নেতাকর্মীরাও সাড়া দেবে না।

এটিএম/

Exit mobile version