Site icon Jamuna Television

১৫ অক্টোবর ভিয়ামেরিনে মুখোমুখি হবে ইংল্যান্ড-স্পেন

উয়েফা নেশন্স লিগে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচের জন্য প্রস্তুতি শুরু করেছে স্পেন। ১৫ অক্টোবর সেভিয়ার মাঠ ভিয়ামেরিনে মুখোমুখি হবে দু’দল।

অবশ্য তার আগে বৃহস্পতিবার কার্ডিফে ওয়েলসের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলবে লুইস এনরিকের দল। নেশন্স লিগে ছয় পয়েন্ট নিয়ে গ্রুপ ‘এ-ফোরে’ শীর্ষে আছে স্পেন। প্রথম ম্যাচে ইংল্যান্ডকে ২-১ গোলে হারানোর পর দ্বিতীয় ম্যাচে ক্রোয়েশিয়াকে ৬-০ গোলে উড়িয়ে দিয়েছে দলটি।

দলে ফিরছেন বিশ্বকাপের স্কোয়াডে না থাকা চেলসি স্ট্রাইকার আলভারো মোরাতা। পাশাপাশি ওয়েলসের বিপক্ষে ম্যাচে অভিষেক হতে পারে প্রথমবারের মতো দলে ডাক পাওয়া ফুলব্যাক জনি ক্যাস্ট্রোর।

Exit mobile version