Site icon Jamuna Television

নেত্রকোণায় সিএনজি-প্রাইভেটকার সংঘর্ষ, পুলিশ সদস্যসহ ২ জন নিহত

স্টাফ করেসপন্ডেন্ট, নেত্রকোণা

নেত্রকোণা-ময়মনসিংহ সড়কে সিএনজি অটোরিকশার সাথে প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে এক পুলিশ সদস্যসহ দুই জন মারা গেছেন। শুক্রবার (২৬ জানুয়ারি) বিকেল চারটার দিকে জেলা সদরের ঝাউসী এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, নেত্রকোণা থেকে ময়মনসিংহ যাওয়ার পথে একটি সিএনজিকে বিপরীত দিক থেকে আসা প্রাইভেটকার ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই বারহাট্টা উপজেলার ফকিরের বাজার পুলিশ ফাঁড়ির পুলিশ কনস্টেবল আজিজুল হাকিম ও শম্ভগঞ্জের ফারুক মিয়া মারা যান।

এ সময় সিএনজিতে থাকা আরও চারজন গুরুতর আহত হন। তাদেরকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

নেত্রকোণার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মাদ লুৎফুর রহমান বলেন, পুলিশ কনস্টেবল আজিজুল হাকিম সাতদিনের ছুটি পেয়ে নিজ বাড়ি ময়মনসিংহের ত্রিশালে যাচ্ছিলেন। পথে দুর্ঘটনায় প্রাণ হারালেন তিনি।

/এনকে

Exit mobile version