Site icon Jamuna Television

১১ জেলায় তাপমাত্রার পারদ ঠেকেছে এক অঙ্কের ঘরে

মাঘের কনকনে ঠান্ডায় বিপর্যস্ত জনজীবন। কুয়াশার চাদরে আবৃত উত্তরের বেশিরভাগ জেলা।

ঘন কুয়াশার সাথে হিমেল হাওয়া ভোগান্তি বাড়াচ্ছে কয়েকগুন। সবচেয়ে ভোগান্তিতে ছিন্নমূল ও খেটে খাওয়া মানুষ। বৈরি আবহাওয়ায় কমেছে আয়-রোজগার। রয়েছে শীতবস্ত্রের অভাব।

আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ ৭২ ঘণ্টার তথ্য অনুযায়ী, রংপুর-রাজশাহী বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বইছে। ১১ জেলায় তাপমাত্রার পারদ ঠেকেছে এক অঙ্কের ঘরে।

এদিকে, পাল্লা দিয়ে বাড়ছে শীতজনিত রোগ। হাসপাতালগুলোতে চাপ সামলাতে হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা।

এটিএম/

Exit mobile version