Site icon Jamuna Television

মানহানির মামলায় ডোনাল্ড ট্রাম্পকে ৮৩ মিলিয়নের জরিমানা

মানহানির মামলায় সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ৮৩ মিলিয়নেরও বেশি ডলারের ক্ষতিপূরণ দেয়ার নির্দেশ দিয়েছেন যুক্তরাষ্ট্রের একটি ফেডারেল আদালত। খবর দ্য গার্ডিয়ানের।

স্থানীয় সময় শুক্রবার, ম্যানহাটন ফেডারেল আদালতের ৯ সদস্যের প্যানেল এই নির্দেশ দেন। ক্ষতিপূরণের অর্থ পাবেন ভুক্তভোগী নারী ই. জেন ক্যারল। এরইমধ্যে অবশ্য, সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে আদালতের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করার ঘোষণা দিয়েছেন সাবেক এ প্রেসিডেন্ট।

ট্রাম্পের অভিযোগ, নির্বাচনের আগে মামলাকে হাতিয়ার হিসেবে ব্যবহার করছে বিরোধী পক্ষ। ক্যারল একজন লেখক ও সাংবাদিক। প্রায় তিন দশক আগে একটি ডিপার্টমেন্টাল স্টোরে ট্রাম্পের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ তোলেন ক্যারল। পরে আদলতে ট্রাম্পের বিরুদ্ধে ধর্ষণ ও মানহানির মামলাও ঠুকে দেন।

এটিএম/

Exit mobile version