Site icon Jamuna Television

সংবাদ সম্মেলনে আইনজীবীদের দু’পক্ষে হাতাহাতি

সুপ্রিম কোর্ট বার হলে আইনজীবী সমিতির সংবাদ সম্মেলন করা নিয়ে আইনজীবীদের দু’পক্ষে হাতাহাতির ঘটনা ঘটেছে। নতুন নিয়োগপ্রাপ্ত তিন বিচারপতিকে আইনজীবী সমিতির পক্ষ থেকে সংবর্ধনা না দেয়ার কারণ অবহিত করতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

মঙ্গলবার দুপুর দেড়টার দিকে সুপ্রিম কোর্ট বার আইনজীবী সমিতির নেতারা বার হলে সংবাদ সম্মেলনের জন্য হাজির হলে সমিতির সদস্য নন এমন কিছু সংখ্যক আইনজীবী তাতে বাধা দেন। এতে উভয়পক্ষের মধ্যে হাতাহাতি শুরু হয়।

এর আগে আজ সকালে শপথ নেন গতকাল আপিল বিভাগে নতুন নিয়োগ পাওয়া তিন বিচারপতি। তারা হলেন বিচারপতি জিনাত আরা, বিচারপতি আবু বকর সিদ্দিকী ও বিচারপতি মো. নূরুজ্জামান।

সুপ্রিম কোর্ট জাজেস লাউঞ্জে নতুন নিয়োগ পাওয়া বিচারপতিদের শপথ পাঠ করান প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। এ সময় সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারপতিরা উপস্থিত ছিলেন। গতকাল ওই তিন বিচারপতিকে নিয়োগ দেন রাষ্ট্রপতি। পরে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে আইন মন্ত্রণালয়।

Exit mobile version