Site icon Jamuna Television

পাবনায় মা-ছেলের ঝুলন্ত মরদেহ উদ্ধারের ঘটনায় মামলা

পাবনার চাটমোহরে মা-ছেলের ঝুলন্ত মরদেহ উদ্ধারের ঘটনায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার (২৬ জানুয়ারি) রাতে নিহত লাবনী খাতুনের ভাই শাহাদৎ হোসেন বাদী হয়ে মামলা দায়ের করেন। মামলায় অজ্ঞাত ব্যক্তিদের আসামি করা হয়েছে।

প্রাথমিকভাবে এটিকে হত্যাকাণ্ড বলে ধারণা করছে পুলিশ। জানায়, হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন ও জড়িতদের ধরতে কাজ করছে তারা।

শনিবার (২৭ জানুয়ারি) পাবনা জেনারেল হাসপাতালে নিহতদের ময়নাতদন্ত সম্পন্ন হবে। চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সেলিম রেজা বিষয়টি নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, শুক্রবার সকালে জেলার চাটমোহরের দিঘলিয়া গ্রামের এক বাড়ির গোয়ালঘর থেকে লাবনী খাতুনের মরদেহ ও বাড়ির পাশের গাছে ঝুলন্ত অবস্থায় শিশু রিয়াদ হোসেনর মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহত লাবনীর ভাতিজা শাহীন ও মতিন নামের এক যুবককে আটক করেছে পুলিশ।

/আরএইচ

Exit mobile version