Site icon Jamuna Television

সুইডেনের ন্যাটোয় যোগদানকে নিরাপত্তা হুমকি হিসেবেই দেখবে রাশিয়া: জাখারোভা

মারিয়া জাখারোভা। ছবি: আল জাজিরা।

সুইডেনের ন্যাটোয় যোগদানকে নিরাপত্তা হুমকি হিসেবেই বিবেচনা করবে রাশিয়া। এমন মন্তব্য করেছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা। হুঁশিয়ারি দেন, নিজেদের নিরাপত্তার স্বার্থে যেকোনো সামরিক পদক্ষেপ নিতে প্রস্তুত মস্কো। শুক্রবার (২৬ জানুয়ারি) এক প্রতিবেদনে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, ন্যাটোয় সুইডেনের সদস্যপদ ইউরোপের উত্তরাঞ্চল এবং বাল্টিক অঞ্চলের স্থিতিশীলতায় ভয়বাহ নেতিবাচক প্রভাব ফেলবে।

এ প্রসঙ্গে মুখপাত্র মারিয়া জাখারোভা বলেন, রাশিয়ার সাথে শত্রুতাপূর্ণ সম্পর্ক রয়েছে এমন কোনো সংস্থায় সুইডেনের যোগদান, সাধারণ সুইডিশদের নিরাপত্তায় কোনো ভূমিকা রাখবে না। তবে নিজেদের নিরাপত্তাকে দুর্বল হতে দেবো না রাশিয়া। দেশটির প্রতিরক্ষার জন্য হুমকি এমন যে কোনো কিছু বন্ধে যথাযথ পদক্ষেপ নেবো পুতিন প্রশাসন।

\এআই/

Exit mobile version