Site icon Jamuna Television

ন্যাটোয় সুইডেনের অন্তর্ভুক্তি নিশ্চিতে হাঙ্গেরিকে দ্রুত অনুমোদনের তাগিদ যুক্তরাষ্ট্রের

হাঙ্গেরির পার্লামেন্টে ন্যাটোয় সুইডেনের অন্তর্ভুক্তি নিশ্চিতে ভোট দিতে ব্যর্থ হওয়ায় প্রধানমন্ত্রী ভিক্টর অরবানের অনুপ্রেরণা নিয়ে প্রশ্ন তুলেছে যুক্তরাষ্ট্র। ছবি: দ্য গার্ডিয়ান।

ন্যাটোয় সুইডেনের অন্তর্ভুক্তি নিশ্চিতে হাঙ্গেরিকে দ্রুত অনুমোদনের তাগিদ দিয়েছে যুক্তরাষ্ট্র। শুক্রবার (২৬ জানুয়ারি) এক ব্রিফিংয়ে সামরিক জোটে স্টকহোমের সদস্যপদ নিয়ে আশাবাদ জানান মার্কিন জাতীয় নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা জন কিরবি। এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান এ তথ্য জানায়।

হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা জন কিরবি বলেন, গত সপ্তাহে তুরস্কের পার্লামেন্ট ন্যাটোয় সুইডেনের সদস্যপদের অনুমোদন দিয়েছে।

তিনি আরও বলেন, সুইডেনের সদস্যপদে প্রেসিডেন্ট এরদোগানও স্বাক্ষর করেছেন বিলে। হাঙ্গেরির প্রতিও আহ্বান জানাই, দ্রুত পদক্ষেপ গ্রহণে। যাতে অবিলম্বে সুইডেনকে সামরিক জোটে স্বাগত জানাতে পারি।

\এআই/

Exit mobile version