Site icon Jamuna Television

রাজধানীতে সহকর্মীর কিল-ঘুসিতে পোশাকশ্রমিকের মৃত্যু

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল।

রাজধানীর উত্তরায় একটি পোশাক তৈরির কারখানায় সহকর্মীর মারধরে সজীব (১৭) নামে এক কর্মচারীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। এস এ ফ্যাশন নামের পোশাক কারখানায় হেলপার হিসেবে কাজ করতো সজীব।

শুক্রবার (২৭ জানুয়ারি) সকাল ৯টায় উত্তরার ৪ নম্বর সেক্টরের বটতলা এলাকায় এ ঘটনা ঘটে। সেখান থেকে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বেলা সাড়ে ১১টায় তাকে মৃত ঘোষণা করেন।

সজীবের সহকর্মী মো. সবুজ জানান, সকালে সজীব গার্মেন্টসে যাওয়ার পর মাহিম নামে তাদের এক সহকর্মী সজীবকে ডেকে কারখানার গেটের পাশে নিয়ে যায়। এরপর সেখানে তাকে কিল-ঘুসি মারতে থাকে। এক পর্যায়ে সজীব আচেতন হয়ে পড়লে মাহিম দৌড়ে সেখান থেকে পালিয়ে যায়।

তবে কী নিয়ে তাদের মধ্যে এই হাতাহাতির ঘটনা ঘটেছে সে বিষয়ে কিছু জানেন না বলে দাবি সবুজের। ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া জানান, মরদেহটি মর্গে রাখা হয়েছে। ঘটনাটি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।

এমএইচ/এটিএম

Exit mobile version