Site icon Jamuna Television

নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে ‘অ্যানিম্যাল’

'অ্যানিম্যাল' এর একটি দৃশ্যে রণবীর কাপুর। ছবি: হিন্দুস্তান টাইমস।

গত বছরের ডিসেম্বরে বড় পর্দায় মুক্তি পেয়েছিল ‘অ্যানিম্যাল’। এবার নতুন বছরে জনপ্রিয় ওটিটি মাধ্যম নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে রণবীর কাপুরের বহুল আলোচিত এই সিনেমাটি। শুক্রবার (২৬ জানুয়ারি) এক প্রতিবেদনে ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, গতকাল ওটিটি মাধ্যম মুক্তি পায় সিনেমাটি। হিন্দির ভাষার সঙ্গে ‘অ্যানিম্যাল’ সিনেমাটি দেখা যাবে তামিল, তেলগু, মালায়লাম এবং কন্নড় ভাষাতে।

সিনেমাটি ওটিটিতে মুক্তি প্রসঙ্গে রণবীর বলেন, হলে ছবিটি নিয়ে দর্শকের দারুণ সাড়া পেয়েছি। এবার দর্শক বাড়ি বসেই সিনেমাটি উপভোগ করতে পারবেন।

প্রসঙ্গত, ‘অর্জুন রেড্ডি’, ‘কবীর সিংহ’র পর ‘অ্যানিম্যাল’ সন্দীপের তৃতীয় সিনেমা। তার পরিচালিত আগের দুটি সিনেমা নিয়েও এই একই ধরনের অভিযোগ উঠেছিল। হিংসা, সহিংসতা, খুন আর নারীর প্রতি অসম্মানকে নিজের ছবিতে যেন শিল্পের মর্যাদা দেন সন্দীপ। এ নিয়ে বরাবরের মতো সমালোচনা হলেও তাতে কান দেবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন পরিচালক। এমনকি এই ধরনের ছবি তিনি আরও বানাবেন বলেও স্পষ্ট জানিয়ে দিয়েছেন।

\এআই/

Exit mobile version