Site icon Jamuna Television

‘চিকা লোকা’ নামের রেস্তোরাঁ খুললেন সানি

‘চিকা লোকা’ রেস্তোরাঁর ভেতরে সানি লিওন। ছবি: হিন্দুস্তান টাইমস।

ভারতের জনপ্রিয় সব তারকাদের ট্রেডমার্ক ব্যবসা হচ্ছে ‘রেস্তোরাঁ-বিজনেস’। ভিরাট কোহলি, শচীন টেন্ডুলকা, অর্জুন রামপাল, শিল্পা শেট্টি কুন্দ্রা, মিঠুন চক্রবর্তী থেকে নাগার্জুন; কে নেই এই তালিকায়! সম্প্রতি রেস্তোরাঁ-বিজনেসে নতুন নাম সানি লিওন। এক প্রতিবেদনে ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অব ইন্ডিয়া এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, রিয়েলিটি শো, অভিনয় ও আইটেম গানে ভারতে বেশ জনপ্রিয় তিনি। এবার শুরু করলেন রেস্তোরাঁ-বিজনেস। ভারতের উত্তর প্রদেশের নয়ডাতে এক হোটেল খুলেছেন সানি। নাম দিয়েছেন ‘চিকা লোকা’।

বিলাসবহুল রেস্তোরাঁটির ইন্টেরিয়র ডিজাইনও বেশ আকর্ষণীয়। সম্প্রতি উদ্বোধনের দিন স্বামী ড্যানিয়েল ওয়েবারকে নিয়েও হাজির হন সানি। ইনস্টাগ্রামে নিজের নতুন পরিচয় দিয়ে ভিডিও শেয়ার করেছেন এই অভিনেত্রী। যেখানে খাবার তৈরিতে হাত লাগাতে দেখা গেছে তাকে।

\এআই/

Exit mobile version