Site icon Jamuna Television

আ. লীগ সরকার চীন, ভারত ও রাশিয়ার সরকার: গয়েশ্বর

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, শান্তিপূর্ণ আন্দোলনের মধ্য দিয়ে আওয়ামী লীগ সরকারের পতন নিশ্চিত করতে চায় বিএনপি। এই সরকার জনগণের সরকার নয়, এই সরকার হলো চীন, ভারত ও রাশিয়ার সরকার।

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদসহ বিএনপির পূর্বের সব দাবিতে আজ শনিবার (২৭ জানুয়ারি) দেশের মহানগরগুলোতে কালো পতাকা মিছিল করছে দলটি। ঢাকা মহানগরীতে মিছিল শুরুর আগে সংক্ষিপ্ত বক্তব্যে এ কথা বলেন গয়েশ্বর চন্দ্র রায়।

এই কর্মসূটি উপলক্ষ্যে দুপুর থেকে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঝড়ো হতে থাকেন দলটির নেতাকর্মীরা। বেলা সাড়ে তিনটায় শুরু হয় এ মিছিল শুরু হয়।

দ্বাদশ সংসদ নির্বাচন প্রসঙ্গে বিএনপির এ নেতা বলেন, সাংবিধানিক ধারাবাহিকতার জন্য নয়, লুটপাট আর দুর্নীতি চালিয়ে যেতে ৭ জানুয়ারির নির্বাচন। স্বাধীনতা আজ বিপন্ন।

সরকারের উদ্দেশে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, মানে মানে কেটে পরুন। না হলে ধ্বংস অনিবার্য। মামলা-মোকদ্দমা করে লাভ হবে না।

দ্বাদশ সংসদ বাতিল করে নতুন নির্বাচনের দাবিতে এ সময় ৩০ জানুয়ারি মহানগর, জেলা, থানা ও পৌরসভায় কালো পতাকা মিছিল কর্মসূচি দিয়েছে বিএনপি।

/এমএন

Exit mobile version