Site icon Jamuna Television

রাষ্ট্রদূত পুনর্বহাল করলো ইরান-পাকিস্তান

ছবি: ডন নিউজ।

বেশ কয়েকদিন টানাপোড়েনের পর রাষ্ট্রদূত পুনর্বহাল করলো ইরান-পাকিস্তান। নিজ নিজ কর্মস্থলে ফিরে কাজ শুরু করেছেন দু’দেশের কূটনীতিকরা। শুক্রবার (২৬ জানুয়ারি) এক প্রতিবেদনে ইরানের সংবাদ মাধ্যম তেহরান টাইমস এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, সম্প্রতি পাকিস্তানের বেলুচিস্তানে ইরানের হামলার জেরে তৈরি হয় উত্তপ্ত পরিস্থিতি। তেহরানে মিসাইল ছুঁড়ে জবাব দেয় ইসলামাবাদ। এ ঘটনার জেরে রাষ্ট্রদূত প্রত্যাহার করে উভয় দেশ।

শুক্রবার কর্মস্থলে ফিরে যান পাকিস্তানে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত রেজা আমিনি। একইদিনে, কাজে যোগ দেন ইরানে নিযুক্ত পাকিস্তানি রাষ্ট্রদূত মুহাম্মাদ মুদাসসির টিপু। দু’দেশের মধ্যে কূটৈনতিক সম্পর্ক আবারও স্বাভাবিক হওয়ায় সন্তোষ প্রকাশ করেছে উভয় দেশের সরকার।

\এআই/

Exit mobile version