Site icon Jamuna Television

ব্র্যাকের চাকরিচ্যুত সেই শিক্ষককে গ্রেফতারে ঘাতক দালাল নির্মূল কমিটির আহ্বান

সপ্তম শ্রেণির ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বই থেকে ‘শরীফার গল্প’ এর পৃষ্ঠা ছিড়ে আলোচনায় আসা ব্রাক বিশ্ববিদ্যালয়ের চাকরিচ্যুত শিক্ষক আসিফ মাহতাবকে দ্রুত গ্রেফতারের আহ্বান জানিয়েছেন ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির।

শনিবার (২৭ জানুয়ারি) দুপুরে রাজধানীর সিরডাপ মিলনায়তনে পূজা উদযাপন পরিষদ আয়োজিত মতবিনিময় সভায় এ আহ্বান জানান তিনি।

শাহরিয়ার কবির বলেন, ’৭৫ পরবর্তী যেকোনো সময়ের চেয়ে বর্তমান কারিকুলাম সবচেয়ে আধুনিক ও সময়োপযোগী। নতুন কারিকুলাম বাদ দেয়ার আন্দোলনে সরকারকে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান তিনি।

নতুন শিক্ষা কারিকুলাম বাদ দিতে যারা শুক্রবারে বাইতুল মোকাররমের সামনে রাস্তায় নামেন তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান অবসরপ্রাপ্ত বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক।

অতীতের যেকোনো সময়ের তুলনায় এবারের নির্বাচনে সংখ্যালঘুদের ওপর হামলা কম হয়েছে বলে সভায় দাবি করেন বক্তারা।

/এমএন

Exit mobile version