Site icon Jamuna Television

দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

ফেনী করেসপনডেন্ট:

দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে নুরুল হুদা লিটন (৩২) নামে বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। শুক্রবার (২৬ জানুয়ারি) রাতে দক্ষিণ আফ্রিকার জোহান্সবার্গে নিজ দোকানের সামনে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত নুরুল হুদা লিটন ফেনীর দাগনভূঞা উপজেলার জগতপুর গ্রামের এবাদুল হকের ছেলে। তিনি ভাই-বোনের মধ্যে সে সবার বড় ছিল। লিটন ২০১০ সালে দক্ষিণ আফ্রিকায় পাড়ি জমান। সাত মাস আগে সে সবশেষ দেশে এসেছিল।

স্বজনরা জানান, লিটন শুক্রবার রাতে কাজ শেষে দোকান থেকে বাসায় ফেরার উদ্দেশে গাড়িতে উঠার সময় সন্ত্রাসীরা তাকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোঁড়ে। এতে ঘটনাস্থলেই সে লুটিয়ে পড়েন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।  

দাগনভূঞা পৌরসভার মেয়র ওমর ফারুক খান  বলেন, লিটনের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এ সময় তার মরদেহ দেশে আনতে সংশ্লিষ্টদের কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে অনুরোধ জানান তিনি।

বিষয়টি নিশ্চিত করেছেন দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল হাসিম।

/আরএইচ

Exit mobile version