Site icon Jamuna Television

ছোট জিনিসও সামাজিক মাধ্যমে বড় করে দেখিয়ে অসন্তোষ তৈরি করতে চায় বিএনপি: আইনমন্ত্রী

সংবর্ধনা অনুষ্ঠানে ফুল দিয়ে বরণ করা হয় মন্ত্রীকে

আখাউড়া করেসপনডেন্ট:

সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে বিএনপি-জামায়াত ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক। শনিবার (২৭ জানুয়ারি) ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা পরিষদ মাঠে এক গণসংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। 

মন্ত্রী বলেন, বিএনপির ষড়যন্ত্র কিন্তু এখনও বন্ধ হয়নি। যেকোনো ছোটখাটো বিষয় পেলেই বিএনপি-জামায়াত সামাজিক মাধ্যমে বড় করে তুলে ধরে দেশে অসন্তোষ সৃষ্টি করার চেষ্টা চালিয়ে যাচ্ছে।

এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহবান জানিয়ে বলেন, এই অপচেষ্টা যদি কেউ করে, আর সেই ষড়যন্ত্র যদি আপনারা জানতে পারেন তাহলে তাদেরকে আইনের আওতায় আনার পদক্ষেপ নেবেন। 

তিনি বলেন, আমরা যদি সজাগ ও সচেতন থাকি তাহলে ইনশাআল্লাহ বাংলাদেশের যে কাঙ্ক্ষিত লক্ষ্য, সেখানে পৌঁছাতে কোনো বাধা থাকবে না।

/এনকে

Exit mobile version