Site icon Jamuna Television

সাতক্ষীরায় ট্রাক্টরের ধাক্কায় কলেজ শিক্ষক নিহত

সাতক্ষীরা করেসপনডেন্ট:

সাতক্ষীরার কলারোয়ায় মাটি বহনকারী ডাম্পার ট্রাক্টরের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে শেখ আমানউল্লাহ্ ডিগ্রি কলেজের প্রভাষক মফিজুল ইসলাম নিহত হয়েছেন। শনিবার (২৭ জানুয়ারি) সন্ধ্যায় হেলাতলা ইউনিয়নের দমদম বাজার এলাকায় এ দূর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, প্রভাষক মফিজুল মোটরসাইকেল করে কলারোয়া সদর থেকে গ্রামের বাড়ি নাথপুর যাচ্ছিলেন। পথিমধ্যে ইটভাটার মাটি বহনকারী ট্রাক্টরের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় মোটরসাইকেলটির। গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।

কলারোয়া থানার ওসি রফিকুল ইসলাম জানিয়েছেন, নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

/এনকে

Exit mobile version