
ছবি: সংগৃহীত
চট্টগ্রাম ব্যুরো:
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন জনগণ প্রত্যাখান করেছে, তাই নতুন করে নির্বাচন দিতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শনিবার (২৭ জানুয়ারি) বিকেলে চট্টগ্রামের কাজীর দেউড়িতে কালো পাতাকা মিছিলে তিনি এমন মন্তব্য করেন।
এ সময় তিনি বলেন, দেশের সব কারাগার এখন বিএনপি নেতাকর্মীতে ভরে গেছে। কোনো কারাগারে আর জায়গা ফাঁকা নেই। বাস্তবেও সরকার গোটা দেশটাকে জেলখানায় পরিণত করেছে।
নজরুল ইসলাম খান আও বলেন, সরকারের কাছে জনগণের কোনো মূল্য নেই। তাই তারা জনগণের স্বার্থের কথা চিন্তা করছে না। নিজেদের আখের গোছানোর জন্য সিন্ডিকেটের মাধ্যমে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধি করে জনগণকে বিভীষিকাময় পরিস্থিতির দিকে ঠেলে দিয়েছে। সাধারণ মানুষ পরিবার-পরিজন নিয়ে দিশেহারা।
/এনকে



Leave a reply